জিরো বাউন্ডারি কবিতার দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট নভেম্বরের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

রিম্পা নাথ




নদী হয়ে যাব
             
ভাঙা গ্লাসে চোখ রেখে
একদিন তোমারই মতো নদী হয়ে যাবো
মাটি।কাঠ।পাথরে দাগ লেগে থাকবে
সেই কবে থেকে আদুরে আকাশটাকে
বুকে নিয়ে দাঁড়িয়ে আছ
ও কী বোঝে কীভাবে অপেক্ষায় তোমার ঢেউ নামে
এই দেখো আমারই গায়ে।চোখে।মুখে তোমার ছাপ লেগে আছে
আচ্ছা।তুমি কি আমায় প্রতিটা অন্ধকারে জড়িয়ে ধরো !






অশালীন বীজ

বলার কিছুই ছিলো না
ইথারীয় গন্ধ আর অ্যালকোহলের মজ্জায়
একটা খাতা চিরকাল পুড়ে যেতে দিয়েছি
দাগ কাটা সাদা মুখ।মালায় গোটানো আস্ত জীবাণুর খেলা
সেই কবে ফেটে ফেটে কতো বীজ অশালীন হয়ে গেছে
কোনো ফুলেই প্রজাপতির ব্যস্ততা আসে না
পিঁপড়েরা এসে শুধু পাতা ভেঙে যায়
জল দেয়ার মতো কোনো মা আসেনা ।