জিরো বাউন্ডারি কবিতার দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট নভেম্বরের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

বিশ্বজিৎ দাস




খোলা মেসেজ


এসো কাগজের ফুল থেকে নকল শোকের আবহ নিয়ে
কাছাকাছি বসি| মিনু বৌদিকে বলি; অন্দর কি ব্যাত!
ট্রামেদের মন খারাপ হলে দিই রাস্তা উপহার
এসো আরেকটু কাছে বসে উপড়ে ফেলি
পৃথিবীর সব অনুরাগ|
শূন্যতা তিনটি শব্দে
লেগে আছে
ফারাক!
যতটা দূরে আজ খুলির আলোড়ন চলে বেশি...


দ্যাখো, কেঁদে মরিস বললেই আশিক
পিছনে ফেরে না পাওয়া কিছু ভুলে
কে দিয়েছে পরাগের ভিতর চুমু
কে নিয়েছে কতটা অন্ধকার
এসব ওই বেদনার চাপে মাপা একটা পাগলামি ছাড়া
আর কিছু নয়! ইনোসেন্ট হয়ে এখনো শিকার করছ?
তোমার জন্য অবসান হল একটি যুগের; ভালোবাসা...


জানি, প্রচারমাধ্যমের কোনোদিনও দাঁড়াওনি
ফ্রিজ করে সেরেছ কাজ; চিৎকার করে বলেছি
ভালোবাসি, শ্রদ্ধা করি, হেসেছ শুধু সারারাত!

হাসো, এক একটি হাসির রক্ত নিয়ে গেঁথেছি
রক্তগোলাপ| সব দেশে তোমার জন্মদিন হলে
বলেছি; অভয়ারণ্যের দিকে এগিয়ে যাও সবাই
আরও ভয়ঙ্কর না হতে পারলে এখনি বিপদ!
আরও পোশাকের ভিতরে না গেলে তুমি মানুষই নও
আরও অন্তরের গোপন কামরায় যেতে পারলে তুমি কবি
কার্ডিয়াক অ্যারেস্ট হবে এবার গোটা পৃথিবীর ঘরে...



No comments: