জিরো বাউন্ডারি কবিতার দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট নভেম্বরের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

পবন বর্মন



 টাঁকমাথা
   


খাতার প্রতিটা পাতায় ভরে গেছে পুকুরে
অক্ষর ছেড়ে দিলে ডুবে যায় 
বাক্য ছেড়ে দিলে নদীতে চলে যায়


কাপ কাপ জল আর পাথরের ফুল
ভেঙে ফেলে কলমের কালি'টাকে
এখন লোকে'বলে খাতার টাঁকমাথা







সংসার
       
প্যাচের উপরদিয়ে বয়ে যাচ্ছে নদী
মন খারাপ মুখস্ত করে
                           ঝুলিয়ে নিচ্ছে বিষাদ


নৌকায় ধারে চলছে নদীর নাট ভোল্ট
রাস্তা ফুটোকরে ব্রাশ করছে মাছ
মাছের দাঁতে লেগেগেছে ঝুলন্ত মদ
মদ পর করে গেজে উড়ছে সংসার




No comments: