জিরো বাউন্ডারি কবিতার দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট নভেম্বরের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

মতিউল ইসলাম




জলছাপ

জন্ম আর মৃত্যুর মাঝে যে ছোট্ট সময়,
তোমরা যাকে জীবন বলো,
অর্থাৎ সতঃস্ফুর্ত প্রোটিনের সঞ্চালন,
কাম ক্রোধ আর অহংকারের বুদবুদে
প্রলম্বিত    বার্ধক্য .
মাঝে প্রেম প্রীতির মিথ্যা অভিনয়,
শুন্য কে পূর্ন ভেবে সুখের উদগীরণ.
তারপর কিছুই না থাকার বাহানায়
একরাশ শূন্যতা,
কিংবা শূন্যতার মাঝে বিষন্নতার 
বুদবুদ.
তারপর কিছুটা ইতিহাস, অনেকটাই
বিস্মৃতির বেনোজলে সলিলসমাধি.






সমুদ্র

পাজরে বসেছে অমাবস্যা,
একমুঠো জোৎস্না পান করবো বলে, 
চাঁদের দিকে হাত বাড়াতেই, 
অট্টহাস্য করে নীল আর্মস্ট্রয়ের
নীল ঝোলা.

চাঁদের বুড়ি ফোকলা দাঁতে আজো হাসে কি?
 জানে মিছিলে হারিয়ে যাওয়া মুখ,
প্রেয়সীর মুখ না ঝলসানো রুটি?
চাপা পড়ে আছে আদালতে বন্দী ফাইলে.

তত্ত্বের কচকচানি তে জোৎস্না তৃষ্ণার্ত আজো,
অমাবস্যা পাঁজর ছাড়িয়ে মস্তিষ্কে,
মস্তিষ্ক থেকে ফুটো থালায়,
বিষ্ময়ে চেয়ে দেখি থালা জুড়ে জোয়ার ভাটা,
চেখে দেখ অশ্রুর নোনা জল,
আমি নিজেই আস্ত সমুদ্র.





1 comment:

SOUMYA said...

খুব উচ্চ মানের দর্শন ছড়িয়ে আপনার কবিতায় । মুগ্ধতা গ্রাস করল দাদা ।