জিরো বাউন্ডারি কবিতার দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট নভেম্বরের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

অরিজিৎ রায়




অনিকেত


তুমি চলে যাওয়ার পর
সারারাত ঘরে জোনাকি জ্বলেছে
তোমার ছাপগুলো তাই মোছা গেল না




শেষরাতে রোজ ঘুমিয়ে পড়ি।
এক অনিমেষ ঘুম!
কেননা,আত্মহত্যায় আমার কোনও আস্থা নেই




এই 'পোড়ো বাড়ি' বহুদিন একা থাকার পর
একদিন ফিরে এসো অনিকেত
তুমি ফিরলে আমরা দু'জন গৃহত্যাগী হব










ক্রম


ছাই রঙের ধ্যানে মগ্ন হল সাধু
সে তখনও জানল না তৃতীয় যুদ্ধের খবর।
তার বিশ্বাস ছিল জঙ্গলের জরায়ু থেকে
বেরিয়ে আসবে এক অবর্ণনীয় ছটা।




সে কোনো দিন চিনবে না
পাশটিতে পড়ে থাকা একগাদা রোগা পালক,
কিম্বা প্রতিদিন যে সমস্ত আলো-বিন্দু
পৃথিবীতে নামার আগে ঘুমিয়ে যায় 
তাদের সে ক্রম ছুঁয়ে দেখবে না




কখনো কখনো লোকালয়ের বারান্দায়
একটি-দুটি পাখি এসে বসে,
তোমরা ওদের তাড়িয়ে দিও না।



No comments: