জিরো বাউন্ডারি কবিতার দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট নভেম্বরের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

মাধবী দাস




মতিভ্রম

সারারাত একটা মিথ্যের মধ্যে
বিভোর হয়ে ডুবেছিলাম |
ফুলের বাগান ভেবে 
গা এলিয়ে দিয়েছিলাম
বেডকভারের ফেব্রিকেশনে |
একটা সুগন্ধ আমাকে 
কিছুতেই ঘুমোতে দিচ্ছিল না |
ঠিক কতগুলো সিঁড়ি বেয়ে
উপরে উঠলে দেখা যাবে 
তোমার ঘরের ব্যালকনি ?
নিশ্বাস ছুঁয়ে ফেলবে নিশ্বাসকে ?
এসব প্রশ্ন আর ব্যক্তিগত নয় |
উপনিষদের কোন্ সূত্রে
প্রফেশনাল হয় উষ্ণচুম্বন 
তা অন্ধকারেই মুদ্রিত থাক |
সকালের প্রাণায়ামাদিতে 
এই যে এত বিশুদ্ধ অক্সিজেন     
                         ঢুকছে শরীরে,
ওরাও কোনো ফুল ফোটাতে পারছে না।
ভুলের ক্ষত মেটাতেই নাস্তানাবুদ। 
অথচ একটা ল্যাণ্ডমার্ক বড়ো দরকার।
নইলে এত ব্যস্ত শহরের 
কোন্ কোণে মতিভ্রম, 
সম্পাদ্য করে বের করাই মুশকিল।







রক্তবিন্দু

দর্শন শাস্ত্র হাতে ধরিয়ে দিয়ে
চোখ রাখলে রঙিন পর্দায়
একটার পর একটা বুদবুদ ফাটিয়ে এগিয়ে চলেছ
রংমহলে
বুকের মধ্যবর্তী স্থানটায় গোপনে যে রক্তবিন্দু সঞ্চিত
রেখেছিলাম এযাবৎ
তার বাধ ভেঙে গেছে আজ
কোনো দাঁড়ি,কমা,সেমিকোলন
স্রোত আটকাতে পারছে না
একাকী এই স্রোতে ক্রমশ
পথ হারানো নাবিক আমি
চোখের সামনে  জলজ পর্দা 
পর্দায় উত্তাল ঢেউয়ের ছবি
ছবিতে জ্বলছে ত্রিমাত্রিক আগুন...
চেয়ারের হাতলে আবেগ জড়িয়ে, তুমি দিনেদিনে
আরও রঙিন হও!
আগুনে পুড়ে খাক হই আমি
পারতো ভস্মে ঘি ঢেলে দিও।




No comments: