জিরো বাউন্ডারি কবিতার দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট নভেম্বরের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

রাহুল গাঙ্গুলী




প্রত্নতাত্ত্বিক তামার চিঠি

 (১)

বৃদ্ধ নাবিক চোখে দূরবীন _______
দূরত্ব কমে যায়।কাচফোঁটায় ফুলদানীর লীনতাপ
বড্ডোবড্ডো আদরসুলভ কবিতায়
কেটে যায় : তেজস্ক্রিয় দোষ।নিহত কোষের চামড়া
আপেল যুদ্ধের পর শান্তিচুক্তির ভাঙা স্তূপ
ঝুরোগুড়ো কমলা আবেশ = (১/০) আপেক্ষিক
কিছুকিছু আপেক্ষিকতায় বেলোয়ারী জলচুরি 
নৌকার গতিপথ পাল্টায়।নিষিদ্ধ অশ্বখুরাকৃতি হ্রদ



(২)


সময় মুছে ফেললে : গলা বরফের সূত্র _______
নাব্যতারক্ষায় হারাকিরি মনচাষ।বিপরীত মাছ
উল্টানো ঘড়ির কাঁটায় : ক্রমশঃ সুড়ঙ্গজুড়ে ঋন
স্রেফ ঋন চলাচল ব্যস্ততম চোরামাটি চিরে
প্রতিধ্বংস গিলে ফেলে ছায়া।অনবদ্য ছায়াশরীর
পেটের কালো বাইপাসে জলজ আবহাওয়া
সুমেরীয় ঘর ছোঁয়ার ছুতো।হিমবাষ্পের ঠোঁট
পরিচয় পাল্টায়।জানলা ভেজা পালক
আপাতত মানচিত্র খুঁড়ে সলোমনের গুপ্তধন 






No comments: