জিরো বাউন্ডারি কবিতার দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট নভেম্বরের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

মৌসুমী রায় ঘোষ




পেপটিক রুপটান

একটা সাপ পেঁচিয়ে ছিলো গাছের ডালে। হয়তো আপেলটাকে উপহার দেওয়ার অপেক্ষায়। বহু বিনিদ্ররাত কেটে গেল তবু তারার দেখা মিললো না। টানা চল্লিশ দিনের অবিরাম বর্ষন পৃথিবীকে গর্ভবতী করে গান্ধারীর মতই। নানা ডাইমেনশনে নতুনত্বের সৃষ্টি হয়। কালো ছোঁয়াচ বাঁচাতে মাথার পাশে কালো টিকা। কোনো এক পেপটিক লাবণ্যের সুষমায় গর্ভিনী রুপটান। আচ্ছন্নতা গ্রাস করে মোহিনী। তপ্ত পালামৌ-এর ধুলোঝড় আছড়ে পরে হৃদপিন্ডে।




নতুন সিদ্ধান্তের শুরু

তারপর এক অনন্ত সময় কোচড় থেকে তুলে তোমার হাতে দিলাম। এই অনন্ত সম্ভাবনাময় বীজ পুঁতলে যে চারাগাছ পাওয়া যেতো তার অনেকটাই হয়তো ব্যয় হয়ে গেছে। ভুল করে দুরবীনের উল্টো ব্যবহারে পাল্টে গেছে মহাকাশের সুত্র। পুরনোর সাথে তালমিল রেখে পা ফেলার যে পরিকল্পনা তার ডান-বাম নির্ধারন হয়ে গেছে। চৌকো মাটির খুপরিতে শবের নিরাপদ আশ্রয় আজ বিপদগ্রস্ত। কারন লোকচক্ষুর আড়ালে থাকবে না কোনো কিছুই- এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাটির নীচের জগৎ সংসার সাজায় খোলা আকাশের নীচে।










No comments: