জিরো বাউন্ডারি কবিতার দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট নভেম্বরের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

সব্যসাচী সরকার




চলন

আমিষ এবং নিরামিষের মাঝে পর্ব ভাগ আছে


যারা সর্বভূক , তারা সেই পর্ব আর পর্বাঙ্গ গুলিকে 


                              আলাদা করতে পারে না


আপাত বিরোধগুলি বড়ো ক্লিশে হয় তাদের সম্মুখে 




তবে উভয়তঃ খাদ্য - আর সকলের কিছু কিছু দ্রব্যগুণ আছে


বুঝে খেলে কখনো কোথাও আর বিরোধ থাকে না


তখন পাকস্থলি ঠিক - লিভারের সিরোসিস নেই , অথবা


গ্যাসট্রাইটিসের সমস্যা নিয়ে আর তুমি কখনো ভোগো না




একটু বুঝে চলতে শিখলে আপাত বিরোধ বলে কিছুই থাকে না !




                     








বদল


হাওয়া বদলের জন্য পাহাড়ি শহর সকলের প্রিয়


ওখানে দূষণ নেই - অনুকূল বায়ু আর অবকাশ আছে




তবে এখন রীতি নীতি কিছুটা বদলেছে - দৃষ্টিসুখ


আর শরীর জাগানো খিদে প্রায়শই স্বাদ বদলের


                                            নিয়ত প্রত্যাশী




তাই সুযোগ আসতেই পাসপোর্ট বানিয়ে রেখেছি


থাইল্যাণ্ডের মতো বিদেশি  শহরে যদি গিয়ে পড়ি
                             মরা জিভ চাঙ্গা করে নিতে !



No comments: