জিরো বাউন্ডারি কবিতার দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট নভেম্বরের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

মনোজিৎ দাস




বোতাম ঘর


  সংলগ্ন ঘর গুনি
বোতাম সর্বস্ব রাত আর রাজনীতি

নন্দিতা, তুলে রাখো শবনম
পুষিয়ে দিও একদিন লায়লা পেগ
                                   চুমুকে চুমুকে
       লিখে নিও বোতাম ঘর
দেওয়ালে ছায়া রেখে সূঁচের বুনন








জীবনবাবুর কলিগ
           
স্পর্ধিত শস্যখেত
ততোধিক আস্পর্ধায় ফসলের বুক

জ্ঞানের কেন্দ্রে বিকেলের যবনিকা

জীবনবাবুর ঠোঁটে ঘুলঘুলি রোদ
পাশের চেয়ারে গানের ভাষার মতো   
দিদিমণির মুখ        

মায়া লিপি থেকে উদ্ধৃত হয়


                শহরতলি-মেট্রো সংস্রব...




No comments: