জিরো বাউন্ডারি কবিতার দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট নভেম্বরের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

অশোক কুন্ডু




জলের তিলক

কপালে জলের তিলক এঁকে বলেছিলে, যা এবার মানুষের মাঝে গিয়ে দাঁড়া
আমি জনে জনে  বললামদেখতে পাচ্ছো কপালে কোনো তিলক
পাগল পাগল বলে সরে সরে  যাচ্ছে প্রতিটি মানুষ, তাহলে কী এরা কেউ মানুষ নয় কিম্বা আমাকে তারা পাতি লোক ভেবে করে দিচ্ছে দূর


নাকি জলের তিলক নিয়ে বেঁচে আছি প্রতিটি মানুষ

No comments: