জিরো বাউন্ডারি কবিতার দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট নভেম্বরের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

দেবাশিস মুখোপাধ্যায়




অক্ষর লিপি


বিছানা শব্দ করে ৷ অনিদ্রা বাড়ে৷
জানালার আকাশ ছড়িয়ে ঠান্ডা চাঁদ।
রূপালীর খোলস খোলে 

খোলাখুলি দেখতে দেখতে খুলিরও লালা রাত্রির আগুন উসকে দেয়। লাল হয়ে ওঠে অঙ্গার।

গা একটি র গান গেয়ে ওঠে ।
ঠেক ঠেকিয়ে রাখতে পারে না
রং ৷ রংবাজ জানে কৌশল

শলাপরামর্শ তুলে রেখে দেখো
ঠোঁট কেটে ভোর ঢুকে গেছে


২ 

শহরের ঘোড়ারা ভিজে যাচ্ছে নীরবে । রোববারের প্রার্থনায় কোনো স্পষ্ট চেহারা নেই । ইশারায়
ঈশ্বর লাগাম ছাড়তে চায় না

নাকাল হয়ে পড়ছে রাস্তার গাছেরা।
রা নেই পাখিদের ৷ ধুলোর আদরে
ধূসর হয়ে উঠছে বাহা শাড়ি আর
কাচ ঢাকা পাথর বাড়ি

বাড়ানো হাতের গায়ে মায়া নেই ৷
ই ম্যাগাজিনে লেখা একটি বিস্ফোরণ মুখের শোকেস খুলে দেয় । চুরমার হলে শুধু পার্টস

 টস করার পর মাঠ জুড়ে হেড
 আর বেপরোয়া অঙ্গ