জিরো বাউন্ডারি কবিতার দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট নভেম্বরের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

তুলি




বৃষ্টি


সেদিন হঠাৎ বৃষ্টি এসেছিল আমার উঠোনে…




ভিজে গেছিল উঠোন ,তুলসী তলা

ধুয়ে গেছিল সব আল্পনা

এমন অঝোর বৃষ্টি বহুকাল পর

অনেকক্ষন একটানা ক্লান্তহীন

পাখীরা আজ  ফেরেনি বাসায়

বৃষ্টিস্নাত হয়েছে

দীর্ঘ প্রতীক্ষার পর

আসলে ভেঙ্গেছিল ধৈর্যের বাঁধ।



সেদিন হঠাৎ বৃষ্টি এসেছিল আমার উঠোনে …




জেগে উঠেছিল মৃত শ্যাওলারা

লজ্জাবতী গাছটা মুখ লুকিয়েছিল লজ্জায়।

সোঁদা মাটির ঘ্রান

আমার ব্যাকুলতা

ঝুপ করে নেমে আসা সন্ধ্যা

এই দশ ফুট বাই বারো ফুটের ঘরে।

কাঁচ জানালায় জল

আমার মন খারাপের দুপুর !
টুকরো কিছু স্মৃতি ভাবনা-বাস্তবতায়
মিলে মিশে একাকার
ভিজে গেছে সারাঘর !




আজ অনেক দিন পর বৃষ্টি এসেছিল আমার উঠোনে……      




     




   

No comments: