জিরো বাউন্ডারি কবিতার দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট নভেম্বরের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

সুজিত মান্না



অন্ধকার ছায়ামুখ থেকে 


ইতস্তত বাঁকের মুখে নিমফল ছড়িয়ে রাখি
গোঁড়া মানুষগুলো
                               মৌচাক এড়িয়ে চলে যায়...

দিনদিন সকলেই গোঁড়া হয়ে উঠছি ।

যদি এই নিঃসঙ্গতাকে উড়তে থাকা পালকের ছোঁয়া ভাবি
প্রিয় গাছটিকে ভালোবেসে 
                         সমস্ত ধ্বংসের একটা শাস্ত্র তৈরি হয়

কুয়াশার মুখে দাঁড়িয়ে থাকা ছায়াগুলো 
একমুখী শূন্যের জন্ম চায়
                         বিলুপ্তির পথে
                         আরো একধাপ এগিয়ে চলি 

ডিমখোলোকের ব্যাকরণ হয়ে উঠছি আমি
কোনো একদিন দ্যুতি বন্ধ হলে
পরিচয়হীনতা শান্তি দেবে সমস্ত নিস্তেজ পালকে ।







ভাঙা লাটিমের উপকরণ ঢুকে পড়ছে শরীরে
স্পষ্ট বুঝতে পারি ,
                             অর্থহীনে মাটি কামড়ানোর উৎসব ।

অভিমানীর সকাল দেখেছি
অন্ধ গলির মানুষ হতে গিয়ে
                                    শূন্যের দিকে
                                    আমি প্রান্তহীন মেঘ হয়ে উঠি

কৈশোর থেকে পরিণতি শিখেছি
শিশিরের মুখে দেখি ,
                                ঘর ভোলা আসলে 
                                              সীমাহীন নির্মেঘ হয়ে ওঠা।

আমরা আলোর পিতা হতে পারি ,
অন্ধকারের ধর্ষক হতে পারি ,
আর যা কিছু পারি ,
                    পথ ভেঙে আহত প্রেমের শিলালিপি হতে 

2 comments:

Unknown said...

Valo laglo

Sujit Manna said...

অনেক ধন্যবাদ...