জিরো বাউন্ডারি কবিতার দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট নভেম্বরের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

দুর্লভ সরকার



বর্ণবৃষ্টি 

বৃ
    ষ্         হ
       টি        য়ে
                        ছি
                            ল ।


জ         জ          জ         জ
      ল          ল           ল         ল
জমেছিল ।


গ                               য়া
     র্                    ও
             ত     হ
                                         বুকে ।


                 ও          দ
          র্                           উ
            ।                        ঠে
                  ল         ছি


হ          ও
    আ          য়         আ
দ          য়                ছ
     ই            এ                ই        ল ।


জ          জ         জ         জ
       ল           ল         ল          ল
উবে গেল সুখে . . . 







কিশোরী

রাত বাড়ে, ভীড় কমে পরিচিত
গালে চুমু খেয়ে যায় জোনাকি
শুয়োপোকার রোঁয়ায় জাগ্রত রক্ত
তুলসীতলা প্রদীপহীন
মোম-আলোয় গলে পড়ে চাঁদ
ঘাসের শিশিরে খেলে যায় ডিম্বানু
মোম জমতে থাকে বুকের চাদরে
লাল আলো কেড়ে নেয় ভোর
ঠোঁটে ঠোঁট ঘষে শহরের ধুলো

ভীড় বাড়ে, রাত বাড়ে ক্রমশ . . .




No comments: