জিরো বাউন্ডারি কবিতার দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট নভেম্বরের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

অরবিন্দ চক্রবর্তী





আরোহী উপরোহী


আরোহী উপত্যকা, উচ্চবর্ণ। বর্ণচোরা উট।
পা খুলে উদ্যম ছড়িয়ে গরগর সরসর...

তোমার বাদাম পেলাম, আঙুলও
সোনালি আঁশ খুটছি
        খুলছি
        ছাটছি
        চাটছি
একটি বীজ খসে উপচে গেল

ও আপেল, ও পেল
তোমায় ভাবতে ঢিলঢিল লাগে...

পিঁপড়েমাখা পাতার লোবানে
          অসভ্যতা নড়ছে
ফুলস্টপের নিচে
          মানুষগুলো ঢেকে যাচ্ছে
আড়াল থেকে পিচ্ছিলসব অর্গল
নদী আয়, নদীআয় জলস্বরে
জুট-কারখানা ভাষার বাদামি মেয়েটার গায়ে
     আমাকে আসতে দেখা যায়।





ছায়া/আবছায়া

ডাকলাম। শরীর এসে দাঁড়াল। এ পদার্থ দিয়ে মহাপ্রাণ কী করবে?
গানলাম। পাখি এসে ডাল নুয়ে দিল। এ ফল মানুষের কামড় সইবে না।
আয়ু, জগতে তুমি এক বিলোল তথ্য হয়ে থাকো। মগজ ঘিনঘিন করে।
সাকারকে বলি, পারত নিষ্কাম হও সকাম করো, সে হরপ্পা-মুদ্রায় নাচ তুলে দেয়।
চিকমাং নদীর আন্তকিনারে দাঁড়িয়ে অরূপ জাহেদগণ প্রার্থনা করে নবুয়ত।


দূরে বসে একজন জিওলস্বভাবী নামোয়ান কেবল চিত্রল ফুল ফোটায় ফুল নেভায়।

No comments: