জিরো বাউন্ডারি কবিতার দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট নভেম্বরের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

ব্রতশুদ্ধ




ক্রসরোড


সেকেন্ডের কাঁটা হারিয়ে যাওয়ায়
চায়ের কাপে চুমুক দিতে কয়েক শতাব্দির হেরফের হয় 
তাতে আমার আফসোস নেই 

একসূচ পরিমাণ রক্তের পরিবর্তে সে হিসাব আমি চুকিয়ে নিই 
                       তারপর আরো একফোঁটা রক্ত  আরো একফোঁটা        

আমি আজো বুকে সমুদ্র ধারণ করি 
     যার ঝিনুক এবং শঙ্খ দিয়ে একপশলা বৃষ্টির সুর বাঁধা যায়  

রক্ত!বৃষ্টি ! সমুদ্র !
আমার তৃষ্ণার খোরাক কে যোগাবে বলো ?
তুমি ! তোমরা !
যারা অনন্তকাল গুলির ছররায় নিজেদের
 তিলে তিলে একা করেছ 
        দু-ফোঁটা মরফিন পাবে বলে 






    
ওবিচুয়্যারি


আমরা জেনেছি
কোন ধরণের বিশেষ চোখে তারা চমকায় ।
তাদের অধিকাংশই আজ বেঁচে নেই ।
অর্জুন গাছের মৃত আত্মার হয়ে আজও ওরা কলম ধরে আছে ।
এভাবে বাঁচে না শহর ।
-অবশিষ্ট তারার নিষঙ্গ আলো এমনটাই  ভাবে ।
যাদের হলকা এসে দমিয়েছিলো ভূমিষ্ঠ শিশুর স্বপ্নযমদের ।  
আমি তাদের সাথে আঁতাত করতে পারিনি ।
আমিও সেই দলের মরীচিকা উৎসবে নেচেছি
যাদের কৃত্রিম আলো শহর জুড়ে শোভা পায় ।

No comments: