জিরো বাউন্ডারি কবিতার দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট নভেম্বরের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

সঞ্জয় মণ্ডল




গ্রাম বালিকা
         
তোমার শরীর স্পর্শ করি বলেই
সোজা হয়ে দাঁড়াতে পারি।
তোমার গা বেয়ে নেমে আসে অন্ধকার
সন্ধ্যা প্রদীপ জ্বলে ওঠে পাড়ায় পাড়ায়
গোধূলী রঙের শাড়ি পরে
তুমি শিশির মাখো সারা শরীরে-
নোনা জলে ভিজে থাকে তোমার আঁচল

সপ্তপর্ণী তুমি একটু আনমনা হয়ো
আমি আড় চোখে তাকাই একটি বার।।






হারানো  শৈশব
               
শৈশবের দিনগুলো ঝুলতে ঝুলতে 
বাদুড় ঝোলা হয়ে অফিস চত্বর ----
বুড়ো বটের ঝুরি ধরে দোল খাওয়া বিকেল
বা ঝিঁ ঝিঁ তাড়ানো দুপুরবেলা গুলো 
নোনাজল গায়ে মেখে মুখগুঁজে ফাইলে,
কিংবা পৌনে পাঁচটার নামখানা লোকাল ধরতে ব্যস্ত |

বদ্ধ ঘরে গুমোট চিৎকার আর 
বই এর ভারে উধাও শৈশব ;
মোবাইল স্ক্রিনে আঙুল ওঠানামা করতে করতেই 
কৈশোর, যৌবন, গলির মোড় পেরিয়ে ধা ------

নস্টালজিয়া! বয়ে যাওয়া ফেসবুক হাতড়ে  
জোগাড় দু'চারটে চেনা মুখ;
লাইক বা কমেন্ট দিলেই 
          চলতে থাকে নেকি বন্ধুত্বের কড়চা !
-------মেঠো পথ, আমকুড়ানো সকাল, সবই আছে 
                                  শুধু হারিয়েগেছে শৈশব 
তবু আর একবার খেলার মাঠে ফিরতে চাই 
                  নষ্ট বিকেলবেলার হাত ধরে |

No comments: