জিরো বাউন্ডারি কবিতার দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট নভেম্বরের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

দেবদূত




সত্তর বছর পর

অনেক দিন হয়ে গেল, পড়ে আছে জাহাজের কাছি৷

গণতন্ত্র এবার তোমাকে দাঁড়াতেই হবে

পাগলটা সাতচল্লিশের রাত থেকে পতকা ধরে দাঁড়িয়ে আছে

এক হাতে তাড়াচ্ছে ভনভনে মাছি!




নদীটার গেরুয়া রঙের জল

কাশ চরে তার আঠারো গর্ত

শেয়ালের কোলাহল৷




তুতরঙা মিছিলে যারা চকমকিতে আগুন নিয়ে আসে

নাথুলাপাশে দেখেনি তারা কমব্যাট প্রেম

গান্ধিটুপির নিচে অ্যামিবার ক্ষণপদ বড় হলে 

আয়নার পিছনে অক্টোপাস হাসে--




নদীটার গেরুয়া রঙের জল

এদিকে তার মৃত ইলিশ

অন্যদিকে বনশুয়োরের দল 

মাঝখানে সেফজোন মোমবাতি হাতে!




গণতন্ত্রের মানে খুঁজতে গিয়ে 

ডোরাকাটা জেব্রাদের ইউরেনিয়াম আত্তীকরণ

গণতন্ত্র তুমি দেখ!








ভিসুভিয়াসের পাশে



ভিসুভিয়াসের পাশে পড়ে আছে যে পেনটা

আমার বলে দাবি করবো না

তরন তাড়নে কয়েক পা এগিয়েছি মাত্র




বেতের শহরে বর্ষা এখন

বিগব্যং-এ দিক হারাচ্ছে ঘুমের নদী

লম্ফিত সলমন!




তোমার গোপন অঙ্গে মাখাবে বলে

যে প্রেমিক 22 ক্যারেট জোছনা এনেছিল

তাকেও তুমি রেটিনায় হজম করে নিলে!




তর্জনী ঠেলা বেলা অকাতর পিচ্ছিল

কাঠুরিয়া জানে উজানি মাছের এডজেল সিফ্ট

কাক সন্ধে লাভায় বোটাক্স, বোঁটায় লাভা

ফালক্রামের নিচে রুমাল রক্ষক--




হাইমেন তো চিনের প্রাচীর--- লক্ষ্মণ ফল

সকালের বিছানায় লিটমাস দিয়ে দেখি

সূর্যের রঙ কত উজ্জ্বল!




No comments: