জিরো বাউন্ডারি কবিতার দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট নভেম্বরের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

সারোক শিকদার




চতুর জ্যামিতিক অভিজ্ঞান

বাবুই বাসার বুনন অনুপস্থিত
অতএব অাত্বসমর্পন নিয়ে খোলা যাক মৃতের বোয়াম,
কবরে শোক সঙ্গীত উচ্চারিত সময়কালে জানুন
চাবুকর মাত্রই প্রশিক্ষিত সাওয়ারী নয়-
কেউ কেউ সাঁতার না জেনেও স্নানে যায়
পরবর্তীকালে তারা ফিরে অাসে গার্হস্থ্য কলসিতে...

একটা চতুর্ভূজ হারালে এক বাহু
ছুটে যায় কোমরের গিট- ঢুকে পড়ার পর দুটি কোণ পাবেন।
প্রত্যেক কোণ ছুয়ে দেখার অভিজ্ঞান থেকে জানি,
স্তন মাত্রই মাতৃদুগ্ধ সম্বলিত নয়- 
এবং হেসেলের পাশেই দুটি অন্ডকোষ ঝুলিয়ে
একটা "শ" একপায়ে পুরুষচর্চারত
এসকল দৃষ্যের ভেতর কি যেন নেই!
হতে পারে মোরগের লালঝুটি নেই
কিংবা
নীলনদের কোনোদিন নদী হতে নাপারার দুঃখ।

মৃত্যুর পর অায়তক্ষেত্রই শেষাশ্রয় ফলে বৃত্তকে কয়েকদিনের অবকাশে পাঠান-
হনুমানের লেজে ঝুলে ঘুরে অাসুক সীতার চোখে
সীতাদের বুকের উপর মিশরের সূচাগ্র ত্রিভূজ
সেখান থেকে সুপারস্টেশান দূরবীনে দেখি-
কোন সে বৃহৎ পাখি মহাকাশ জুড়ে পেড়ে গেছে
এত এত ডিম!!






মিস ফায়ার 

বেলুনের উড়ে যাওয়া দেখে বিগত পাখির স্মৃতি মনে করতে নেই,
বরং ভাবা উচিত সকল পাখির ডানা থাকা সত্বেও
সকলেই জানেনা দ্রবীভূত জলীয়ের সংস্পর্শতার বিদ্যা।

সকল ঘরই একটা ছাদ রাখে মাথার উপর
নক্ষত্র বিলাস করে কাটে কারও কারও মাদকের মলাট মাখা রাত
অাকাশ কেবলই একা একা একা
তার কোনো ডানা নেই -





No comments: