জিরো বাউন্ডারি কবিতার দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট নভেম্বরের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

সঙ্গীতা পাল




অন্য জীবন 
          
একটা কৃষ্ণচূড়া একটা রাধাচূড়া 
পরস্পর দাঁড়িয়ে 

ঠাকুরদার আমল থেকে প্রেম বিনিময় করছে 
অবাক হয়ে আমি দেখি
মানুষের মধ্যে বিধাতা 
ভালোবাসা 
নামক শব্দজুড়ে দিলেন । গাছেদের 
মতো প্রেম দিতে অক্ষম । 

মনে পড়ে ডুয়ার্স সেই 
রাতে 
কি আশ্চর্য চাঁদের অলৌকিক সঙ্গমে 
আমরা লুকোচুরি খেললাম সারাটা রাত । 

মাদারীহাটের এক পূর্ণিমা রাত কানে ভাসছে কোকিল ডাক 
আবার ক্ষণে ক্ষণে ময়ূরের চিৎকার
জঙ্গল সাফারি গন্ডার, চিতল হরিণ 
অবাক হয়ে দেখছিল 
নীল-সবুজ-লাল চোখে 
তাদের আশ্চর্য শিহরণ 

ষোল মাছেরা নিশ্চিন্তে বানিয়া নদীতে ঘুমিয়ে 
শহুরে জীবনে ক্লান্ত আমি ।
আমার এখন একটা 
অন্য জীবন চাই যে জীবনে
মেকি হাসি দিয়ে 
বলতে হবেনা 'ভালো আছি । আপনি ভালো তো ?'
কিংবা 'এইতো চলছে!' ইত্যাদি ইত্যাদি !

সকালের মিষ্টি রোদের মতো
একটি অন্য সকালের প্রত্যাশাতে 
                              বসে আছি






সুখ


রাজ পথে আচানক মুষলধারা

বাতাসে ভাসছে মাছের আঁশটে গন্ধ

ল্যাম্প পোস্টে ভেজা দাঁড়কাক

ময়লা কুড়ানির আঁচল মোছা দৃষ্টি

গুটিকয়েক পথচারীর আতঙ্কিত মুখ

দোকানীর অবাক-বিস্মিত হতাশার চোখ

পেপার ওয়ালার সুকরণ চাউনি

শ্রমজীবীর হাসি হাসি চেহারা

শিক্ষক-শিক্ষিকার স্বউল্লাস


রেনিডে ঘোষণায় পর্যাপ্ত সুখ






No comments: