জিরো বাউন্ডারি কবিতার দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট নভেম্বরের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

তৈমুর খান




পরজন্ম

পথ গুটিয়ে থাকুক
গুটিয়ে থাকুক পথ
তস্তরিতে পাণ্ডুবর্ণ আলো
আবছা ভবিষ্য 

মুঠোয় জোনাক রাখি
জোনাক রাখি মুঠোয়
সঞ্চয় এটুকুই
পিপাসা থাকুক কলসির ফুটোয়

দুয়ার আগলায় চোখ
চোখ আগলায় দুয়ার
নিঃস্ব ইচ্ছাগুলি বাঁচে
বাঁচিয়ে রাখে খোঁয়াড়

জলছবিতে সূর্য
সূর্য জলছবিতে
পরজন্ম এঁকে রাখি
নিস্বর্গ নিশিতে









রক্তাক্ত চাঁদ

মেঘ বিনা বজ্রপাতে আমরা দৌড়ই
যেদিকে ঘণ্টার ছুটি ছোটে
পুজো দোলে কাশের হাওয়ায়


সব বেমানান সুরে ময়ূরের খেলা
নাচে না, নাচায় সংসার
সমীহকে দেয় অবহেলা

পথের দূরে নিঃশব্দে ক্লান্ত হাঁটে
দস্যুতার পর বন্ধুত্ব যে পায়
সেই আলো অন্ধকার রঙের হয়

একবার আবেশ মাখো দেখি
সন্ধ্যার পর্দা উড়ে গেলে রক্তাক্ত চাঁদ
আমাদের দুর্যোগ উঠোনে দেয় উঁকি







No comments: