জিরো বাউন্ডারি কবিতার দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট নভেম্বরের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

সুদীপ ঘোষাল




অভাবি বাতাস

শ্রাবণের গদ্য  লিখে  হাজার লাইক  পেতেই পারো


অামি বিছানার নাম রেখেছি প্রান্তিক  সীমানা

মেঘ গোলাপী খোঁপা বাঁধতেই পারে

চাঁদ বাস্তব  কুটীর ভালোবাসতেই পারে

অামার অাকথা কুকথা শুনে পৃথিবী মুখ ঘুরিয়ে নিতেই পারে
খেলাঘরের রাণীর বয়স ছুঁচ ফুটে ওপাড়ে যাওয়ার অাগে


শৈশবের বকুল ফুল চেয়েছিলো

পৃথিবী  বড় একা হয়ে পড়ছে


পরীদের স্বপ্নদীপ ক্রমশ নিভে অাসছে

একটা ষড়যন্ত্র  অবিরাম হিংসার হাত নাড়ছে

ভাতের গন্ধে  ভুরভুরে বাতাস  খিদের কাছে থমকে  পড়ছে

একদল অবরোধ  করে সভ্যতাকে টেনে ধরছে

অামার অাবোল তাবোল অাফশোষ ছড়িয়ে  পড়ছে অভাবি বাতাসে বাতাসে





লাজুলি


হে প্রেম পরমায়ুর  অর্ধেক তোমাকে দিলাম

আশ্বাসের জানালা বেয়ে তোমার চাওয়া
দুরুদুরু হৃদয় বাণী এখনও কি শুনে যাও সবুজ প্রেম
পথ চেয়ে বসে থাকা জীবনানন্দ হাতে
অকারণ গান গাওয়া  কৌশলী কন্ঠে

আজও কি প্রথম দেখা পলক ভোলে 

পিছু ফিরে বেণী ঘোরানো নেশার আবেশ
বৃষ্টির দিনে অকারণ অশ্রুস্বজল মায়া


হে প্রথম প্রেম তুমি নাও অজান্তে স্নায়ুর রোমাঞ্চ

রক্ত চলকে যাওয়া লাজুলি বসন্ত...




No comments: