জিরো বাউন্ডারি কবিতার দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট নভেম্বরের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

শ্রদ্ধা চক্রবর্ওী




নীল মোহনা 

তুমি ভাবতে পাড়ছো.. 
আমরা কেমন করে এক হয়ে গেছি.. 

নীল মোহনার কাছে এসে.. 

সমুদ্রের পাড়ে যে ভাজা মাছ বিক্রি হচ্ছে... 
তার মতো লাল হয়ে এসেছে আমাদের মন... 

আমরা একে অপরকে খুঁজে পাই.. 
সাতটি তারার গল্পে... 

শীতের সকালে কচু পাতার গায়ে যে জল লেগে থাকে...
আমিও তার মতো চিরদিনের হতে চাই,

শুধু তোমার ...









নোনা ঝিল
         

কবিতার অক্ষর গুলো ইদানিং 
সর্বক্ষণ তোমাকে পেতে চায়.. 

তুমি নাকি তাদের অনেক গল্প শুনিয়েছো.. 
তারা তোমাকে ডাকতে বলছে

তুমি কি শুনতে পাচ্ছো... 

আমিও যে অনেক গল্প করতে চাই তোমার সাথে... 
চুন খসা দেওয়ালের কানে বাজছে সেই রাত্রের কথা.. 

যেদিন প্রথম দিন আমাদের..
নতুন করে বেঁচে ওঠার

তারাপর থেকে প্রতিটা দিন
একটা একটা করে সূর্যমুখী  চেয়ে থাকে আমার দিকে.... 

প্রতি শীতের রাতে উল বুনতে থাকি.. 

আমি কিচ্ছুই বলে উঠতে পারিনা তাদের.... 
যে,
আমাদের প্রেম বেঁচে থাকে নোনা ঝিলের শালুকে...





No comments: