জিরো বাউন্ডারি কবিতার দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট নভেম্বরের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

আফজল আলি

      


    আমরা এতদিন কবিতার মহা পরিসরকে খন্ড খন্ড করেছিলাম আমাদের বোধ এবং জ্ঞানের অস্বচ্ছতার জন্য । এটা চলে আসছিল হাজার বছর ধরে । কবিতা নিজেই বলল আমি মুক্ত এবং অখণ্ড। আগে আমরা কবিতা তুলনা করতাম আমাদের আগে বিখ্যাত কবিদের লেখার সাথে । রবীন্দ্রনাথ নজরুল জীবনানন্দ থেকে আরম্ভ করে শঙ্খ সুনীল জয়  - এঁদের কবিতা কেমন ছিল ।  কখনও স্বীকারে ,কখনও অস্বীকারে। 

জিরো বাউন্ডারি প্রথম বলল শব্দে শক্তি প্রয়োগের কথা । যে কবি এটি পারেন  তিনিই উন্নত। আর এ কাজটি কবিকেই করতে হবে । সব কবিই শক্তি প্রয়োগ করেছেন  , কিন্তু এটি জানা ছিল না কারোর।

জিরো বাউন্ডারি এক নতুন দর্শন এবং কনসেপ্ট,  যা এতদিন ছিল কিন্তু কেউ দেখতে পায়নি বা বুঝতে পারেনি । তাই প্রকাশ হওয়ার এক দেড় মাসের মধ্যে সাড়া ফেলেছে দারুণ । কারণ জিরো বাউন্ডারি কোনো ঘেরাটোপ নয়। 

জিরো বাউন্ডারি whatsapp group এখন hot, খোলা হয়েছে একটি ব্লগ যার পাঠক তো লাগিয়ে লাগিয়ে বাড়ছে প্রতিদিন ।

এই উদ্দীপনার মধ্যেই চলে এলো জিরো বাউন্ডারিweb magazine এর প্রথম সংখ্যা । 54 জন কবির এক বা একাধিক কবিতা নিয়ে সঙ্গে তিনটি গদ্য । পাঠক নিশ্চয় ভিন্ন স্বাদের সাথে ভিন্ন ভালবাসা পাবেন।  জিরো বাউন্ডারি গ্রুপ কবিতার নতুন দিক নিয়ে হাজির হল আপনাদের মধ্যে ।

আপামর বাঙালির বড়ো উৎসব দুর্গাপুজো । সবে শেষ হলেও তার রেশ এখনও বাতাসে । সকলকে দিলাম বিজয়ার শুভেচ্ছা এবং  সদ্য শেষ হওয়া মহরমের মধ্য দিয়ে সকল মানুষের ভালো থাকার আহ্বান ।

যাদের কথা না বললে অসম্পূর্ণ থাকবে , সেই জিরো বাউন্ডারি টিম এবং পত্রিকা সম্পাদক রুমা ঢ্যাং যাকে ছাড়া জিরো বাউন্ডারির এই উদ্যোগ শূন্য থেকে যেত।  এবং খুব সুন্দর কাজ করেছে ।  যাঁরা  লেখা দিয়ে সমৃদ্ধ করেছেন তাঁদের সকলকে আমার আন্তরিক ভালবাসা । ভবিষ্যতেও পাবো আপনাদের ।



ছবিঋণ ঃ ইন্টারনেট

No comments: