জিরো বাউন্ডারি কবিতার দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট নভেম্বরের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

নাসির ওয়াদেন




অবশ্যই অদৃশ্য লোভ ফাঁদ পেতে আছে 
    
বিভ্রান্তির জলে তুলো-বালিশ চুবানো ঘুম 
রাত্রি শুয়ে শুয়ে উপভোগ করে 

একটু অপেক্ষা করলে দেখতে পাই 
সরীসৃপের মতো গুটি গুটি পায়ে 
এগিয়ে যাচ্ছে সময় ঘড়িতে--

অদৃশ্য লোভ থিকথিক করে ঠোঁটে 
ফাঁদ বসে বসে ধরে পাখি @ শরীর 
@ যাযাবর ♡ 

কান্না দিয়ে কী অহংকার  ধুয়ে 
মুছে ফেলা যায় ? 
নিরহংকারের ডানা ছেঁটে ফেলা কঠিন 

ডানা ভাঙা পাখি অচেনা জগতে ওড়ে 
হিংসের সোহাগী আতর মেখে 
অবশ্যই অদৃশ্য লোভ ফাঁদ পেতে আছে ।

ভালবেসো না গো, বড্ড ভয় করে 
তোমাদের সহনশীলতার ছায়াকে ••••

                    


    নির্বিকার নৌকার মাল ডেলিভারি  
        
আকাশের সব রঙকে এক জায়গাতে 
ঢেলে দিলে 
কাদাতে কাদাতে হেঁটে আসে বর্ষা--

ভীষণ অভিমান হলে লঙ্কাও পুড়ে 
গায়ে ফোস্কাও পরে 

জোৎস্নার ম্লানটুকু ছিনিয়ে নিলে 
সাদা রঙ বেড়িয়ে আসবে 
লাল--নীল --সাদা কিরকম হারে 
বেড়ে চলে চক্রবৃদ্ধি সুদ---

মানুষেরা অশরীরী হয়ে উড়ে যায় 
আত্মা-পরমাত্মার আরশে 
চাঁদের কলঙ্ক বলে কিছু নেই 
আছে আভিজাত্যের অলংকার 

সন্ধিহীন নৌকাগুলো 
আ-ঘাটে বে-ঘাটে নোঙর ফেলে 
ইতিহাস ভুলে, ভূগোল পেরিয়ে 
আলু শানা পান্তা ভাতে 
মুড়িমুড়কির মতো ভদ্রতা ফাটায় 

নির্বিকার নৌকা মাল ডেলিভারি করে পতনের ঘাটে ।





No comments: