জিরো বাউন্ডারি কবিতার দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট নভেম্বরের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

জ‍্যোতির্ময় মুখার্জি




ককটেল


বল্মিক চাপা বাল্মীকির শরীর বেয়ে

নেমে এসেছে যে আদিম সভ্যতা,
তার গায়ে এঁটো লেগে আছে


সোদা-স্যাঁতসেঁতে আদিমতায়

ডিম পাড়ে ঘুন পোকা



ভিজে যাক রাম, ভিজে যাক রহিম

এই দারুন বৃষ্টিতে
ভেঙে গেলে ঘর এসো পাত পাড়ি একসাথে, ত্রাণশিবিরের অপরিসরে
গা ঘেঁষে বাস করে ঘুনপোকারা



প্রলম্বিত তটে গর্ভবতী হোক নারী(ভারত), গর্ভের ওম পেতে লেখা হবে

যে নতুন অভিধান,


তাতেই জন্ম নিক এক ঝাঁঝালো ককটেল






নষ্ট ক্রোমোজোম

      

জমানো কিছু শব্দ থেকে এখনো

ঝরে পড়ে টুপ-টাপ পৃথিবী,
রাত কিছু বাকি ছিল,
রাতের গায়ে লেগে কিছু বিষাদ-জোনাকি





ঘাম ছুঁলে নারী বদলে ফেলে স্তনের আদল

শহুরে ছায়ারা সন্তর্পণে রাস্তা পার হয়,

শহরের গা বেয়ে নেমে আসে
এক ডানাওয়ালা গিরগিটি





যে লোনা জলে ভেসে গেছে টিট্টিভীর ডিম,

সে জলেও কিছু অভিমান জমা ছিল,
স্রোতের চলন আজ বিপদসীমা মুখী





আগুনে ঝাঁপ দেওয়া পতঙ্গের ডানা জানে তার আগুন-যৌনতা, সময়ের ক্রমান্বয়ে ক্রোমোজোম খুলে ফেলে তার ক্রমিক সিঁড়ি








No comments: