জিরো বাউন্ডারি কবিতার দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট নভেম্বরের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

প্রদীপ কুমার ঘোষ




লোকে কখন কবিতা পড়ে?


সবাই কখন কবিতা পড়ে?


আমি তো কবে থেকে ঠিকাশ্রমিকের কাজ করছি।

কেউ তো বলেনি -


আমার ঘাম সে জিভ দিয়ে চেটেছে…

আমার বাকল পুরনো হল।


অনেকগুলো গোল চক্র সেখানে বয়সের নামতা।

কবে উঁকি মেরেছিলে আমার ডালপালায়?


সে কি আমার শৈশবে?

পাশ ফিরে শুয়েছো। কবিতার বইটা শয্যাসঙ্গিনী।


এটুকুই যদি দাম্পত্য হয় তবে…

গুলে রেখে এসো তোমাদের বক্তৃতা।


আমার চানঘরে আমি সেই জলে রঙিন হবো।

আর ভাববো - লোকে কখন কবিতা পড়ে?


ফুল ফোটে। ফুল ঝরে। তার মাঝের অবসরে?



No comments: