জিরো বাউন্ডারি কবিতার দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট নভেম্বরের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

স্মৃতি রায়




দ্বিগুন 

যোগফল বুঝতে পারিনি
পট্টবাসে ফুটেছিলো ফুলদানীর ফুল
সাদা খরগোশ হৃদয়কে ভিন্ন করে ,খালি না-
গুরুত্ব দেবো ,নাম জানিনা 
শত শত হৃদয়ের -
দাঁত কাঁপছে ,কিছু কম করা যায় কি? 
উচ্ছ্বাস উড়িয়েছি, তুলে রাখা উচ্চারণে 
দেখবো স্মৃতি দ্বিগুন ,আজ 
আমার দোলার দিন! তবুও 
ছেলেমানুষি করুক ভগবান .....









ঘর -বাড়ির-কাহিনী

বাড়িটি চতুর্দিকে ইতস্তত |
দাঁড়িয়ে দাঁড়িয়ে পথিক কেন বাঁচালো,
হাওয়াদের নীরবতাকে? 
ওজন থাকলে আকাশের বোঁটায় ,এমনিই
ডুব সাঁতার দেওয়া যায় .
আগের মতন ,কমলালেবু নামতে নিয়ে-
গুলিয়ে ফেলেছে নিকটতম সিঁড়ি!
ঝড়ে পরা কফিক্ষেত জল!
নদী আলগা হতে পারে ঘোড়ার টানে ..
আমার জোর কিসের?





No comments: