জিরো বাউন্ডারি কবিতার দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট নভেম্বরের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

আফজল আলি



 পরিপূর্ণ হতে চেয়ে
             
আমি ব্যক্তিগত হতে বলছি না
তবু অচেনা  ঘুঙুর হয়ে বালির মোহনায়
সন্ধ্যা অতিক্রম করে চলে যেও কাল পরশু দুদিন

নয় , দিন ঘনীভূত  , নয় ঘনত্ব -সংলাপ 
আমার ফেলে আসা সুখের দরজায়
তোমাদের অন্যমনস্কতা রাখা ছিল , জানতাম না
হৃদয় ঘুমাবে বলে কারা যেন চলে গেছে
দুপাশে ফেলে রাখা বিহঙ্গের ছাপ

সৃষ্টি করবে না ? গরম জলে পরিপূর্ণ হতে চেয়ে কেন মনোযোগ করো
কাল মেঘ ডাকছিল আর তুমি গোরুর গাড়িতে ভ্রমন করছিলে যেন

স্বপ্ন থাবা বসিয়েছিল রাতে
উন্মুক্ত ! কী কী ? উন্মুক্ত কোথায় ছিল
অন্ধকার তো তোমাকে  - - -

বেশ তবে সামাল দিয়ে নাও , 
বিশৃঙ্খলা বিক্রি করো জলের দরে

আধখানা নাকি নীরবতা কিনেছো  আর তাতেই সংঘবদ্ধ  হচ্ছে রাত








জিরো বাউন্ডারি

 কষ্টগুলো ঝিঁ ঝিঁ র মতো ডাকছে
ভাবছি প্রেমের কলসি ফুটো করে দেব কিনা 
             ডানদিকে যাব ভাবছি
              বাঁদিকে যাব ভাবছি
                 উপরে উঠব ভাবছি
                নীচে নামব ভাবছি
কত কিছু যে ভাবা যায়
এখন একটা বিড়ি ধরাই ,কেমন

ধুর ছাই -  সকাল থেকেই ঘ্যানর ঘ্যানর

আমার বিকেলগুলোতে এমনিই কাক বসে
দেখে দেখে উন্মাদ হচ্ছো
         ওই তো শিয়াল , বারান্দা 
আরে কী যে করি 
            শিমুলতুলোর বালিশ বানাই
           রান্না করা শিখি
          ফ্যানের সুইচটাও দিই

এক ওয়াক্ত নামাজ কাজা আছে
বেলগাছ , শিরীষফুল , বিড়ালের  ডাক
ভেবেছো এর বেশি চাহিদা থাকা ঠিক নয় ? 
   তা কেন চলুক চলুক 

পরবর্তী অংশ , তুমি বন্ধু , হ্যাঁ গো পাঠক , লেখো 
আমি কিছুক্ষণ একা থাকি
না না আজ রাতে আর যাত্রা শুনতে যাব না




1 comment:

Unknown said...

দারুণ