জিরো বাউন্ডারি কবিতার দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট নভেম্বরের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

ফারজানা মণি




বিষাদ রোপণ

১.

এলোমেলো কাগজে রবীন্দ্ররচনা।পুরোনো গন্ধে মনে আসে এক বরষায় 
আমাদের সন্তান এসেছিলো।ভুল করেও পৃথিবীকে সহজ করেছিলাম বসন্তকালীন কমলায়।
শুকনো পাতার গান ছিলো হলুদ সবুজের উৎসব।


২.

চলছি বহুদূর। ছাতিফাটা তৃষ্ণায় গাছেরা নিচু হয়ে যায়।শব্দ কেবল তরঙ্গ উল্লাসে ব্যস্ত
আমাদের ষড়ঋতু।হেনাফুলের তোড়ায় লুকিয়ে ছিলো জন্মশোকের প্রেম।
শতাব্দীর পর
আগামীকাল আমাদের বিবাহবার্ষিকী।


৩.

নেমে আসছে কাশফুলের ডালপালা। বাদামী কাঠের দেশ।
রূপকথা ছিলো অন্য এক খাতায় বন্দি
টেবিলের ফাঁকে
রোদ হেসে উঠে বড় অবেলায়।ভাবতে হয়েছিলো শীতকালে আমি শহর পোড়াই.....


৪.

একসময় কল্পনারা বইয়ের তাকে শোভা পায়। জল দেওয়ার মতো করে
অন্তকালে নীল বিষাদ রোপণ করি।





1 comment: