জিরো বাউন্ডারি কবিতার দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট নভেম্বরের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

দীপ রায়




সহজাত


এভাবেই হয় আড়াল-বিতৃষ্ণা
না চাইলেও এক্সিট ডোরের নিবিড় মনোপোলি
দুদণ্ড দ্বিধাপ্রবণতা
 এগোবে না পিছিয়ে আসবে...
মতবিরোধ, একান্ত যা নিজের

কিন্তু শিরোধার্য একটি এস্কেপ-রুট
শিরোধার্য বিশ্বাস ছেঁচে ঝুরঝুরে নিঃশ্বাস
প্রিয় আত্মকলহ , এবারে বুঝতে শেখো
 প্রতি বাহিরপানই উল্টোপিঠে ভিন্ন আরেক প্রবেশদ্বার...






ব্রেক ইভেন

সাম্প্রতিক ইন্টারনেট এ পড়া একটা তথ্য অনুযায়ী গতবছর পৃথিবীর প্রথম একশোজন বিত্তশালী মানুষের যা আয়ের অঙ্ক তা নাকি সর্বস্ব দারিদ্রতা দূর করতে চারবার সক্ষম। আজ ইনবক্সে আসা একটি ভিডিও জানাচ্ছে স্ট্রেস পার্লার জাতীয় একটি আয়োজনের কথা যেখানে মানুষ যাচ্ছে অর্থের বিনিময়ে মর্জিমাফিক জিনিসপত্র ভাঙচুর করে পোষা ক্রোধ খণ্ডন করতে। আরো একটি তর্থ্য যা নিজের ক্ষেত্রেও খেটে যায়, পৃথিবীর নব্বই শতাংশ মানুষই টিভির রিমোটে ভলিউমের মাত্রা যে কোনো জোর সংখ্যাতে রাখতে স্বচ্ছন্দ বোধ করে। এই সমস্ত পয়েন্টের আখেরে কোনো মিল আছে কিনা আমার জানা নেই তবে আমি সম্পূর্ন নিশ্চিত, মানবজাতির প্রাণভোমরা প্রবলভাবে জানে ব্রেক ইভেনের পারদর্শিতা।

No comments: