জিরো বাউন্ডারি কবিতার দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট নভেম্বরের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

অতনু মানী




রেডিয়াস

প্রতিটা টগর জানে তোর সূর্যস্নানের অতীত কথা 
নদীর উচ্ছাস আর যাপন ব্যস্তানুপাতিক ,
কক্ষপথ বদলে যায় ; নোনা জলের মোহনায়
রেডিয়াস কম্পিত আজ। 
পাকশাকের লড়াই অতিক্রম করতে করতে
হারিয়ে গেছে, ধুতরাফুলের পঞ্জিকা !
লিপ ইয়ার আসবেই, সেই আছিলায় --
সিক্ত শরীর লুকিয়ে রাখে রাতের গোপনীয়তা । 








ঘড়ি 


সময় দেখা শিখেছি...
কতটা রক্ত কণা জমাট বাধলে, একটা
                                  শিশু জন্ম নেয় !
মেঘকন্যার ধারাপাত হিসাব রাখেনা কেউ
অঙ্কুরিত বীজ বাহ্যিক উপাদান চায়।
দিয়েছি - আর্সেনিক, কার্বাইড আরও
                                               কত কি !
সবুজ পাতা গায়ে মেখে এগিয়ে চলুক
                                                  ধারক 
আবার নাহয় দেখবো ফিরে সূর্য কোনারক। 






No comments: