জিরো বাউন্ডারি কবিতার দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট নভেম্বরের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

সুকান্ত ঘোষাল




ঠিক মাঝখানে যতটা



এমন দিনেই কাচে কেটে যায় মন

               বারোহাত

ঠিক মাঝখনে আমি যতটা তপ্ত হয়ে 

                  উঠি

একটি আমপাতা আর বোলতার শির

বরফ করেছে ভিতর

অসমান কিছু নয় 


এবং কোন কাজের নয় ঠেলাগাড়ির 

                  ব্রেক

যেদিন ছায়াছবির হিট গান

                   সেই

অভিনেত্রীর আলাদা আলাদা ড্রেস







ব্যথার চিড়িয়া



জুতো খুলে ঢুকতে হয় এমন

টেবিল পেতে রাখিনি কাঁঠালছায়ায়

দাড়ি কামানোর ব্লেড+দুপুরের শো


                 =গনতন্ত্র

তাই তো বুক পেতে রেখেছি রঙচটা

                 বাসস্টপ অবধি

ঘনগুলো আলাদা যখন ব্যথার চিড়িয়া ওড়ে


আর ভুলে যাওয়া ছাতা নিয়ে চলে গেছে

                 যে কাচভাঙা গাড়ি

এ পথে সে ফেরেনি কখনো



No comments: