জিরো বাউন্ডারি কবিতার দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট নভেম্বরের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

রুমা ঢ্যাং অধিকারী




স্নানোৎসব চলেছে

 আলগা গেরোর ভেতর থেকে
                               উঠে আসছে সবুজ 
ভাঙা বাঁধে স্নানোৎসব চলেছে 
বালতি উপুড় করে বৃষ্টি নামলে
               চৌকির নিচে জল গচ্ছিত 

আপেল গড়িয়ে নদী উঠে এসেছে দাওয়ায় 
             সন্ধে খানিক জিরিয়ে নিচ্ছে সেখানে
কেবল শহরের বাতিঘর থেকে 
      এলোমেলো কপাল খসে যাচ্ছে






 ফাল্গুন ও পুঁটিমাছের ঝাল

একবার মনে করো
ফাল্গুনের কোন এক পড়ন্ত রোদমেখে চতুর্ভুজের ঘেরাটোপে
বোগেনভেলিয়া গাছে ফুল না হয়ে ফুটে থাকতো 
বেনামা ভাঙা এক বাঁশঝাড়ের বনে
পারতো কি সে তোমার মনে দোলা দিতে!

যদি ইঁটে গাঁথা ছাদের নিচে
রূপকথার পরী এসে ছোট্ট সে খাটে রূপোর চামচ রেখে না দিয়ে-
দিত খেলনা চামচ বালিশের খোপে
তার খুলি চিরে রক্তচিহ্ন এঁকে দিতে পারতে!

কুয়াশামুক্ত শরীরে দামী পার্ফিউমের সুবাস
পোড়া বৈশাখ দিনে কালবৈশাখির মতো পরম তৃপ্তির বদলে 
দিত জৈষ্ঠ্যের ভরদুপুরে নুনচে রক্তের ছোঁয়া ।
তোমার আলিঙ্গনে তাকে কি শেকল কি পরতে হত না!

পৃথিবী পুরুষালী ঈশ্বরের ধাঁচে গড়া
পুরোহিতের বিধানের মতো কোন এক ব্রিগেড সমাবেশে বলবে
মেয়েলি মনের সুপ্ত ঘুম নিয়ে কোন এক 
       লেখনীর কলমে মন গড়া কিছু শব্দগুচ্ছ।

করুণাময়,  পুঁটিমাছের ঝালে 
কতটা নুন ও হলুদ মিশিয়ে উদরপুষ্টি লাভ হবে 
            বিচার করো...




No comments: