জিরো বাউন্ডারি কবিতার দ্বিতীয় সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট নভেম্বরের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

রঞ্জন চট্টোপাধ্যায়




একটি আনকাট পোয়েট্রি

ঠিক এইভাবে যদি আমি 
দাঁড়িয়ে থাকতে চাই 
তাহলে যে কোনো একটা ভাললাগা 
আমাকে খারাপ করতে পারে

দুটো পাওয়ার পয়েন্ট আছে

বায়োমেট্রিক বিচার ধারায় 
যার  নাম 
দেওয়া  যেতে   
                   পারে       
                           

                            --  না  --


প্লে টু দ্য গ্যালারি

যেমন ধরুন ভিড়ের সঙ্গে আড় হয়ে দাঁড়ানো 
ভিড়ের ভাষায় যেটার নাম অ্যাঙ্গেল

এটা গ্যালারির  জন্য নয়
নিজের জন্য 
কারণ এর পরেই মোবাইলে টাইপ করতে সুবিধে

যুবভারতী ক্রীড়াঙ্গনে আমি কোনদিনই খেলিনি 

তবু যদি বলেন বাইসাইকেল ভলি
তাহলে আমার বাইসাইকেলের দুদিকের গিয়ারেই স্বরবর্ণ সর্ষে   দেওয়া আছে 

হুশ বললেই  যাওয়া

আমি জানি আপনারা বিশ্বাস করবেন না

আমিও পরোয়া করি না

১২ ডিব্বার প্রকৃত কামরার  median কি 

ওদিক থেকে ৬ এদিক থেকে ৭ 

মাঝামাঝি কোন Probability হতে পারে না

এই মুহূর্তে আরও  কিছু 
জানতে ইচ্ছে করে 

যেমন আলিবাগের প্রজাপতি প্রতিক্রিয়া
আমার মনে কতটুকু আয়লা আনতে পারে

এসব কথা থাক

আকাশে মেঘলা পড়েছে
তাই চোখের দৃষ্টিটা গাছের ছায়ায়
দু বাড়ির মাঝের শ্যাওলা দেওয়ালে
কিংবা যেখানে  যাবার নয় এমন কোনো
বনপাতায় পৌঁছে যাচ্ছে 

তাহলে আমার আর কোন গুরুর দশা নেই












হেই মুসাফিরখানা


চুম্বকের ইস্ট ওয়েস্ট  অনুযায়ী 
আমার এখন বিকেলের ট্রেনে 
বাড়ী ফেরারই কথা

আমার গ্যালোপিং ট্রেন
কোথাও না কোথাও সন্ধ্যাহ্নিকে পশ্চিম 

কিন্তু বাড়ী যাবই বা কেন

হেই           মুসাফিরখানা
একটু বসো        একটু  চারণ গেয়ে যাও
আমারও কিছু চলতি ফিরতি কথা আছে

যেমন ধরো  তুমি আর আমি এবং    সেই  

নিয়মমাফিক স্টেশনটি  

যেন খুব কাছের একটি অকারণ শ্বাস
আর আমি বাংলা সিরিয়ালের 
সমব্যাথী অংশী

সকলেই  রাজবন্দী সাজে না

আমার গুগল সার্চ বলে 
আমপাতা জামপাতা       কিন্তু

থোড়া থোড়া চাবুক মারতে হলে
ম্যাপলপাতা ঘন নীল


আসলে বিপরীতে একটা    
একাকী   শব্দ আসবে

খেলনা ডট কমে  নিশ্চয়ই পাব
এখানে সম্প্রদায়  বিক্রী নেই  






No comments: